ক্রিকেট মাঠের চ্যাম্পিয়ন রোহিত শর্মা ব্যাট হাতে ঝড় তোলেন বলে ভক্তরা ভালবেসে নাম দিয়েছেন 'হিটম্যান' ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের (২৬৪ রান) মালিক রোহিত টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা (২০৫টি) মেরেছেন রোহিত জানেন কি কতদূর পড়াশোনা করেছেন রোহিত শর্মা? মুম্বইয়ের আউর লেডি অফ বৈলানকান্নি হাই স্কুল থেকে প্রাথমিক স্তরের পড়াশোনা করেন রোহিত ক্রিকেট মাঠে সাফল্যের জন্য স্বামী বিবেকানন্দ স্কুল থেকে স্কলারশিপ পান ক্লাস টুয়েলভের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন রোহিত ভর্তি হন মুম্বইয়ের রিজভি কলেজে তবে খেলার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, কলেজ ছেড়ে দেন রোহিত