এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে পাকিস্তান
করমর্দন-বিতর্কে পিসিবির দাবি খারিজ করেছিল আইসিসি
পাক দলের তোলা অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণের দাবি খারিজ করেছে আইসিসি
তবে পাক দল হুঁশিয়ারি দিয়েছে এশিয়া কাপ বয়কট করার
সেক্ষেত্রে ভারতের পাশাপাশি সুপার ফোরে চলে যাবে আমিরশাহি
সলমান আঘার দল ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রুপে
পাক দলের ম্য়াচ এখন আমিরশাহির বিরুদ্ধেই
সেই ম্য়াচ না খেললে কপাল পুড়বে পাকিস্তানেরই