সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আর অশ্বিন। ভারতের হয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক অশ্বিন। রিপোর্ট অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ কিন্তু শতাধিক কোটি। আইপিএল এবং বিসিসিআইয়ের চুক্তি থেকে অশ্বিন প্রতি বছর ১০ কোটির অধিক টাকা আয় করেছেন। একগুচ্ছ বিজ্ঞাপনের প্রচারেও দেখা যায় তাঁকে। তাঁর শহর চেন্নাইয়েই অশ্বিনের একটি নয় কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাড়ি রয়েছে। রলস রয়েস, অডির মতো নামী ব্র্যান্ডের একাধিক গাড়িও রয়েছে অশ্বিনের দখলে। তিনি রিয়াল এস্টেট ব্যবসায়ে বিভিন্ন সময়ে বিনিয়োগ করেছেন। সবমিলিয়ে রিপোর্ট অনুযায়ী অশ্বিনের মোট সম্পত্তির পরিমাণ ১৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই অর্থ দাঁড়ায় ১৩২ কোটি।