টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ছিলেন তিনি



তবে কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল



তবে টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন দলের সদস্য হিসাবে



দেশে ফিরেই জাতীয় দলের সতীর্থদের সঙ্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে



সেখানে গম্ভীর মুখে ছিলেন চাহাল



চাহালকে ঘামতেও দেখা যায়, যা দেখে খুনসুটি করেন নরেন্দ্র মোদি



প্রধানমন্ত্রী বলেন, এত গম্ভীর কেন? এরকম তো তুমি নও?



এরপরই হাসিতে ফেটে পড়েন হরিয়ানার লেগস্পিনার



প্রধানমন্ত্রী বলেন, রোহিত শর্মাকে নাচতে নাচতে ট্রফি নিতে যেতে বলাটাও কি চাহালের মস্তিষ্কপ্রসূত?



হাসিতে ফেটে পড়েন রোহিত-কোহলি সহ সমস্ত ভারতীয় ক্রিকেটার