রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন আর অশ্বিন প্রথম ইনিংসে তেমন উইকেট না পাওয়ায় খানিক সমালোচিত হয়েছিলেন অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে যোগ্য জবাব দিলেন তিনি ইনিংসের প্রথম উইকেট হিসাবে বেন ডাকেটকে ফিরিয়েই জোড়া রেকর্ড গড়লেন তিনি ডাকেট ঘরের মাঠে অশ্বিনের ৩৫০তম উইকেট ৫৯ ম্যাচে মুরলিধরনের সঙ্গে দ্রুততম বোলার হিসাবে ঘরে ৩৫০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি ঘরের মাঠে টেস্টে কুম্বলেকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে সর্বাধিক উইকেটশিকারা হলেন তিনি বর্তমানে ঘরের মাঠে ৩৫৪ টেস্ট উইকেটের মালিক অশ্বিন ভারতীয় স্পিনাররাই এই ইনিংসে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ১৪৫ রানে অল আউট করে দেয় চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪০ রান, জিততে রোহিতদের আরও ১৫২ রান দরকার