সদ্যই বীরেন্দ্র সহবাগ দাবি করেছিলেন একদা তিনি ধোনির জন্য অবসরের কথা ভাবছিলেন।



ধোনি তাঁকে ওয়ান ডে দল থেকে বাদ দেওয়ায় ২০০৭-০৮ সালে সহবাগ অবসরের চিন্তাভাবনা করছিলেন।



সচিনই তাঁকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিলেন বলেও দাবি করেন সহবাগ।



এবার আরও এক ভারতীয় ক্রিকেটার দল থেকে বাদ পড়ার জন্য ধোনির দিকেই আঙুল তুললেন।



তিনি ইরফান পাঠান।



ইরফানের দাবি তিনি কার্স্টেনকে দল থেকে বাদ পড়ার কারণ জিজ্ঞেস করলে কোচ জানান এই বিষয়টা তাঁর হাতে নেই।



ইরফানের দাবি যে একাদশ অধিনায়কই নির্বাচন করেন এবং সেসময় ধোনিই ছিলেন দলের অধিনায়ক।



তবে পাঠান এও জানান এই সিদ্ধান্ত ঠিক না ভুল তিনি বলতে পারবেন না।



কারণ প্রতিটি অধিনায়কই নিজের মতো করে দল গঠন করেন এবং চালান।



২০০৭ সালের বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার ভারতের হয়ে ২০১২ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন। ২০২০ সালে তিনি অবসর নেন।