ধর্মশালায় ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টে বিশেষ মাইলফলক স্পর্শ করতে চলেছেন আর অশ্বিন ৭৭তম ক্রিকেটার তথা ১৪তম ভারতীয় হিসাবে ১০০টি টেস্ট খেলতে চলেছেন অশ্বিন লাল বলের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীর পাঁচ অনবদ্য রেকর্ড এক নজরে কপিল দেব বাদে অশ্বিনই একমাত্র ভারতীয় যিনি টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেট নিয়েছেন ভারতীয় হিসাবে সর্বোচ্চ ১১ বার সিরিজ় সেরা হয়েছেন অশ্বিন অশ্বিনের ৩৫ বার ইনিংসে ৫ উইকেট ও আট বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্বে ভারতীয় হিসাবে যুগ্মভাবে সর্বোচ্চ অশ্বিনই বিশ্বের দ্রুততম বোলার হিসাবে ২৫০, ৩০০ ও ৩৫০টি টেস্ট উইকেট নিয়েছেন অশ্বিন চার বছর ৫০-র অধিক উইকেট নিয়েছেন যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ দেশের একমাত্র ক্রিকেটার হিসাবে তিনবার শতরান করার পাশাপাশি ওই ম্যাচেই অশ্বিন ৫ উইকেট নিয়েছেন রাঁচিতে ৫ উইকেট নেওয়া অশ্বিন ধর্মশালাতেও ফর্ম অব্যাহত রাখতে পারেন কি না, এবার সেটাই দেখার