ABP Ananda


ইউরো কাপে হইচই ফেলে দিয়েছেন লামিন ইয়ামাল


ABP Ananda


ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইউরো কাপের প্রথম ম্যাচে খেলার সময় তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৩৮ দিন


ABP Ananda


ইউরো কাপের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ ফুটবলার


ABP Ananda


উইঙ্গারকে নিয়ে বেশ ফাঁপড়েও পড়েছে স্পেন


ABP Ananda


জার্মানির আইন অনুযায়ী কোনও নাবালককে দিয়ে রাত ৮টার পর আর কাজ করানো যায় না


ABP Ananda


অ্যাথলিটদের ক্ষেত্রে সময়টা একটু বেশি, রাত ১১টা


ABP Ananda


এবারের ইউরো কাপের আয়োজক জার্মানি আর তাই সে দেশের নিয়ম মেনে চলতে হচ্ছে স্পেনকে


ABP Ananda


নিয়ম ভাঙলেই মোটা জরিমানা, যে কারণে ইতালি ও আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচে তুলে নিতে হয়েছিল ইয়ামালকে


ABP Ananda


জার্মানির বিরুদ্ধে ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা শুরু হওয়ায় সমস্যা হয়নি



তবে সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ স্থানীয় সময় রাত ৯টায় শুরু, শেষ পর্যন্ত খেলতে পারবেন ইয়ামাল? (ছবি - ইয়ামালের এক্স হ্যান্ডল)