ভারতীয় দলের মহাতারকা ক্রিকেটার তথা ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা।



বোরিভালি থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটের শীর্ষে পৌঁছনো রোহিতের সফরের সম্পর্কে অনেকেই অবগত।



তবে রোহিতের সঙ্গে সলমন খানের পরিবারের যোগ রয়েছে,এটা কিন্তু অনেকেই জানেন না।



অবশ্য সেই যোগ সরাসরি নয়।



এক দশকের অধিক সময় ধরে রোহিত ও রীতিকা সুখে, শান্তিতে সংসার করছেন।



দীর্ঘ সাত বছরের ডেটিংয়ের পর ২০১৫ সালে রীতিকা সাজদের সঙ্গে রোহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন।



রোহিতের স্ত্রী রীতিকার তুতো বোন সীমা সাজদে।



সেই সীমা সাজদে হলেন সলমনের ভাই সোহেল খানের প্রাক্তন স্ত্রী।



সোহেল ও সীমা ২৪ বছর একসঙ্গে সংসার করেন। তাঁদের দুই সন্তানও রয়েছে।



সেই অর্থে সোহেল খান, সলমন খানরা রোহিতের স্ত্রী রীতিকাদের আত্মীয় হন।