তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে।



কথা হচ্ছে যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশের।



মাহভাশকে এবারের আইপিএলেও চাহালের দল পঞ্জাবের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে।



গোটাটা দুইজনের কেউই নিশ্চিত না করলেও, এবার সম্ভবত সেই বিষয়ে সিলমোহর দিয়ে দিলেন যুজবন্দ্র চাহাল।



সম্প্রতি চাহালরা কপিল শর্মার শোতে গিয়েছিলেন।



সেখানেই নভজ্যোৎ সিংহ সিধু চাহালের সম্পর্ক নিয়ে তাঁকে খোঁচা দেন।



সেখানে চাহাল বলেনে, 'আপনাদের সময়ে ইনস্টাগ্রাম ছিল না, নয়তো আপনারাও ধরা পড়ে যেতেন।'



ইনস্টা চাহাল ও আরজে মাহভাশের বহু ছবি ও ভিডিও রয়েছে, সেইদিকেই হয়তো তিনি ইঙ্গিত করেন।



এরপরেই চাহাল আরও জানান, 'গোটা ভারত চার মাস আগেই জেনে গিয়েছে।'



এই মন্তব্যের সম্পর্কের গুঞ্জন আরও বাড়ল, তা বলাই বাহুল্য।