বিশ্বকাপ জিতেছিলেন এই ক্রিকেটাররা

কিন্তু জীবনের যুদ্ধে হেরে মৃত্যু হয়েছে তাঁদের

১৯৭৫ বিশ্বকাজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য রয় ফ্রেডরিক্স ২০০০ সালে প্রয়াত হন

কেইথ বোয়েস ১৯৭৫ ক্য়ারিবিয়ান শিবিরের সদস্য ছিলেন, তিনি ১৯৯৬ সালে প্রয়াত হন

তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা ২০২১ সালে প্রয়াত হন

১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ জেতা ডিন জোন্স মারা যান ৫৯ বছর বয়সে

দেশের জার্সিতে ২ বার বিশ্বকাপ জেতা অজি অলরাউন্ডার সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় ২০২২ সালে মারা যান

সাইমন্ডসের সতীর্থ শেন ওয়ার্নও ২০২২ সালে প্রয়াত হন আচমকাই