দুই তারকা কন্যাই লন্ডন থেকে নিজেদের উচ্চশিক্ষা সারেন

Published by: ABP Ananda

ভারতীয় ক্রিকেটের দুই আইকন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়, উভয়েই কন্যাসন্তানের বাবা।

সচিন তেন্ডুলকরের কন্যা সারার বয়স ২৭। ১২ অক্টোবর ১৯৯৭ সালে তাঁর জন্ম।

সানার বয়স আরেকটু কম। তিনি ২০০১ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন।

সারা তেন্ডুলকর মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশোনা সেরেছেন।

তাঁর মায়ের দ্বারা অনুপ্রাণিত সারা স্বাস্থ্যবিভাগে আগ্রহী।



তিনি লন্ডন মেডিক্যাল কলেজে অ্যাডমিশন পেয়েছেন এবং সেখানেই মেডিসিন নিয়ে পড়াশোনা সারছেন।

সৌরভকন্যা সানা কলকাতার লরেটো হাউস স্কুল থেকে পড়াশোনা করেন।

পড়াশোনায় ভাল হওয়ায় ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করার সুযোগ পান তিনি।

এছাড়া ইতিমধ্যেই তিনি বিভিন্ন স্থানে ইনটার্নশিপও করেছেন।