পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের কেরিয়ারের ৫১তম ওয়ান ডে শতরানটি হাঁকান বিরাট কোহলি।



অপরাজিত সেঞ্চুরিতে দেশকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।



শতরানের পরেই বিরাট কোহলিকে গলা থেকে এক চেন বের করে চুমু থেকে দেখা যায়।



এই প্রথম নয়,যে কোনও মাইলফলক স্পর্শ করা বা কৃতিত্ব গড়ার পরেই কোহলিকে একই কাজ করতে দেখা যায়।



আসলে সেই গলার চেনের মধ্যেই কোহলির বিয়ের আংটিও লাগানো থাকে।



কোহলি নিজের বিয়ের আংটিতেই চুমু খান।



অনেকের মতে এটি কোহলি নিজের স্ত্রী অনুষ্কা শর্মার প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যেই করে থাকেন।



যে কোনও পরিস্থিতিতে সবসময়ই কোহলির পাশে থাকতে দেখা গিয়েছে অনুষ্কাকে।



তাঁর প্রতিদান স্বরূপ নিজের সাফল্যে নিজের স্ত্রীর অবদানকে সম্মান জানাতেই কোহলি আংটিতে চুমু খান।



২০১৮ সালে সেঞ্চুরিয়নে শতরানের পর থেকে শুরু হওয়া এই সেলিব্রেশন আজও অব্যাহত।