তাঁর ঝোড়ো সেঞ্চুরিতেই ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিয়েছে আফগানিস্তান
সেঞ্চুরির পর ইব্রাহিম জাদ্রান স্পিন বোলিং করার ঢঙে ছুটে এসে হাত জোড় করে প্রণাম করেন
এরকম অদ্ভুত কায়দায় সেলিব্রেশনের নেপথ্যে কী, জানালেন জাদ্রান নিজেই
জাদ্রান জানিয়েছেন, সিনিয়র সতীর্থ রশিদ খানকে ধন্যবাদ জানাতেই তাঁর এই সেলিব্রেশন
জাদ্রান জানিয়েছেন, রশিদের সঙ্গে যখনই তিনি খেলা নিয়ে আলোচনা করেন, রান পান
জাদ্রান জানিয়েছেন, বুধবার ইংল্যান্ড ম্যাচের আগেও তিনি রশিদের সঙ্গে কথা বলেছিলেন
৭ মাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ইব্রাহিম জাদ্রান
মাঠে প্রত্যাবর্তন ঘটিয়েই ম্যাচের সেরা ক্রিকেটার হলেন জাদ্রান
জাদ্রানকে সব সময়ই আগলে রেখেছেন রশিদ খান
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে ঢুকে পড়েছে আফগানিস্তান