ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর ২০০ টেস্ট, ১০০ সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক সচিন মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সচিন সম্প্রতি এক পডকাস্টে তরুণদের এক বার্তা দিয়েছেন মাস্টার ব্লাস্টারের বাবা নাকি বলতেন, ''১৬ বছরে যা পেয়েছ, তার মর্ম দাও'' কিংবদন্তির বাবা আরও বলতেন, ''সবাই সব পায় না, কিছু ভগবানপ্রদত্ত হয়, তাই যত্ন নিতে হয়'' সচিনও বলছেন, ''যা পাচ্ছি, তাকে অবহেলা করো না, যত্ন নাও'' ক্রিকেট হোক বা যে কোনও ক্ষেত্র, নিজের সেরাটা দেওয়ার পরামর্শ সচিনের ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলেন সচিন ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কিংবদন্তি এই ব্যাটার