রূপে তিনি টক্কর দিতে পারেন বলিউডের যে কোনও নায়িকার সঙ্গে তিনি, কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর বাবা বা ভাইয়ের মতো ক্রিকেট নয়, সারা বেছে নিয়েছেন অন্য পেশা সুন্দরী সারা পড়াশোনাতেও তুখোড় লন্ডনের ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে (UCL) পড়াশোনা করেছেন সারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানাও এই বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করেছেন ডিপার্টমেন্ট অফ মেডিসিন ইন ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে ডিস্টিংশন নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন সারা তার আগে মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন তিনি মডেলিংও করেন সচিন-কন্যা দক্ষিণ কোরিয়ার একটি প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সারা (ছবি - সারার ইনস্টাগ্রাম)