আইসিসি টুর্নামেন্টে অপ্রতিরোধ্য, বিদেশের মাটিতে দাপট, শিখরের তাক লাগানো রেকর্ডগুলি

Published by: ABP Ananda

৩৮ বছর বয়সে অবসর ঘোষণা

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে আলবিদা জানালেন শিখর ধবন

ভারতের হয়ে ২৬৯টি ম্যাচ খেলা শিখরের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড কিন্তু ঈর্ষণীয়

অভিষেক টেস্টে ৮৫ বলে সেঞ্চুরি করেছিলেন শিখর ধবন, ডেবিউ টেস্টে এটি দ্রুততম শতরান

প্রথম ভারতীয় হিসাবে টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও শিখরের দখলে

আইসিসি টুর্নামেন্টে দ্রুততম ব্যাটার হিসাবে ১০০০ রানের গণ্ডি পার করেছেন শিখর

আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টে শিখরের থেকে অধিক গড় আর কোনও ব্যাটারের নেই

শিখর ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৫ সালের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন

একমাত্র ভারতীয় ওপেনার হিসাবে SENA দেশগুলির প্রতিটিতে শতরান করেছেন তিনি

৪০-র বেশি গড় ও ৯০-র অধিক স্ট্রাইক রেটে ৫০০০ হাজারের অধিক ওয়ান ডে রান করা মাত্র আট ব্যাটারের অন্যতম তিনি