শনিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধবন


এক সময়কার দারুণ বন্ধু, দিল্লিরই ক্রিকেটার কোহলির সঙ্গে পরে কার্যত বাক্যালাপ বন্ধ হয়ে যায় ধবনের



শোনা যায় দুই ক্রিকেটারের ঝামেলার নেপথ্যে অনুষ্কা শর্মা ও আয়েষা মুখোপাধ্যায়ের তিক্ততা



ধবনের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় এখন থাকেন অস্ট্রেলিয়ায়



শোনা যায়, মাঠে খেলা দেখার সময় দুটি বিয়ে নিয়ে আয়েষাকে কটাক্ষ করেছিলেন অনুষ্কা



তারপরই ভারতের টিম মিটিংয়ে অনুষ্কার থাকা নিয়ে নাকি প্রশ্ন তোলেন আয়েষা



শোনা যায়, আয়েষা-অনুষ্কার বিবাদের জেরেই ধবনকে নাকি দল থেকে বাদ পড়তে হয়



ভারতের তৎকালীন অধিনায়ক কোহলিকে নাকি আয়েষা-ধবনের নামে নালিশ করেছিলেন অনুষ্কা



জাতীয় দলে অনুষ্কার নাক গলানো নিয়ে অনেকেই নাকি আপত্তি জানিয়েছিলেন



যদিও তাঁদের মধ্যে কোনও ঝামেলা নেই বলে জানিয়েছিলেন কোহলি ও ধবন