সম্প্রতি 'সরকারি বাচ্চা' নামক একটি সিনেমায় 'অ্যাগ্রিমেন্ট করলে' নামক এক গানে নাচতে দেখা গিয়েছে এক নতুন মুখকে।



তাঁর নাম শ্রেষ্ঠা। অনেকেই না জানলেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে।



চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শ্রেষ্ঠাকে ভারতের হয়ে দুবাইয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে।



তাঁর বাবার নাম সন্তোষ ও মায়ের নাম রোহিনী। তাঁরা আদপে ম্যাঙ্গালোরের হলেও, তাঁদের আদিবাড়ি কেরলে।



শ্রেষ্ঠার পুরো নাম শ্রেষ্ঠা আইয়ার। তিনি ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়সের বোন।



ভারত বনাম পাকিস্তান ম্যাচে মাঠে বসেই ভাই শ্রেয়সের অর্ধশতরানের ইনিংস উপভোগ করেন শ্রেষ্ঠা।



রামনারায়ণ রুইয়া কলেজ থেকে শ্রেষ্ঠা নিজের স্নাতক ডিগ্রি লাভ করেন।



সোশ্যাল মিডিয়ায় প্রায়শই শ্রেষ্ঠা ভাই শ্রেয়সের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন।



কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সময়ও তিনি মাঠে উপস্থিত ছিলেন।



একদিকে দাদা যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ মাতাচ্ছেন, সেখানে শ্রেষ্ঠাও রুপোলি পর্দায় নিজের জায়গা তৈরির প্রচেষ্টায়।