ভারতীয় দলের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব কলেজে ভর্তি হয়েছিলেন বটে, তবে ক্রিকেটের জন্য তিনি কলেজ ছাড়েন।



আরেক বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন। তবে কলেজ পাশ করা হয়নি।



রাহুল দ্রাবিড়ের এমবিএ করার সুযোগ ছিল, তবে তিনি খেলাধুলোয় মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন।



হার্দিক পাণ্ড্যদের লড়াই সকলেই জানেন। তিনি অর্থের অভাবে ক্লাস ৯-এই পড়াশোনা ছাড়েন।



শিখর ধবন ভালভাবেই স্কুলজীবন শেষ করেন। কিন্তু তিনিও ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ায় পড়াশোনা বেশিদূর এগোয়নি।



বিরাট কোহলিও কিন্তু ক্লাস ১২-র পর আর পড়াশোনা করেননি।



তবে মতান্তরে বিশ্বের সেরা ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে এটা একেবারেই কোহলির বাধা হয়ে দাঁড়ায়নি।



মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর তো টিনএজেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছিলেন। ফলে 'মাস্টার ব্লাস্টার'-র কলেজ যাওয়া আর হয়ে উঠেনি।



এমনকী সচিন, বিরাটের উত্তরসূরি হিসাবে পরিচিত শুভমন গিলও উচ্চশিক্ষার চেষ্টা করেননি।



গিলও যাননি কোনও কলেজে।