সুরেশ রায়না, ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্রদের অন্যতম।



২২ গজে তাঁর সাফল্য তাঁর দক্ষতার পরিচয়বাহক।



এবার সেই সাফল্যের কাহিনি কি রুপোলি পর্দাতেও দেখা যাবে?



রায়না সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়ায় ড্রিম নাইট স্টোরিজ় প্রাইভেট লিমিটেডের একটি পোস্ট শেয়ার করেন।



সেখানে কয়েকজনকে ক্রিকেট পিচ কভার করতে দেখা যায়।



রায়না জানান আজ তিনি সকলকে একটা সারপ্রাইজ দেবেন।



এই দেখেই সকলে মনে করছেন যে হয়তো রায়নার বায়োপিকের ঘোষণা করা হবে।



২০২১ সালে রায়না নিজের বায়োপিকের পূর্বাভাস দিয়েছিলেন।



সূর্যা ব দুলকির সলমনকে তিনি নিজের নামচরিত্রে দেখতে চান বলেও জানিয়ে ছিলেন রায়না।



বাস্তবেই কি তাঁর বায়োপিক তৈরি হচ্ছে? এবার দেখার সারপ্রাইজটা আদপে ঠিক কী।