কে বলুন তো এই ভদ্রমহিলা? এঁনার নাম দেবীশা শেট্টি

ভারতীয় ক্রিকেটের টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের স্ত্রী

মুম্বইয়ের বম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশুনো করেছেন দেবীশা

আর এ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক পাশ করেছেন দেবীশা

পড়াশুনোর পাশাপাশি সূর্যকুমার যাদবের স্ত্রী কিন্তু নাচেও সমান দক্ষ

দেবীশার নাচের স্কুল রয়েছে, মূলত ভারতনাট্যম শেখান তিনি

২০১৩-২০১৫ পর্যন্ত একটি এনজিও'র সঙ্গেও যুক্ত ছিলেন দেবীশা

চেম্বুরে বিলাসবহুল বাড়ি রয়েছে সূর্যকুমার ও দেবীশার

দেবীশা ভীষণ পোশাক সচেতন, ওয়েস্টার্ন ড্রেসের পাশাপাশি শাড়ি পরতেও ভালবাসেন

দীর্ঘ সম্পর্কের পর ২০১৬ সালের ৭ জুলাই সূর্যকুমার ও দেবীশা বিয়ে করেন