কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি
সচিন তেন্ডুলকরের দাদা অজিতের মতো বিকাশও ভাই বিরাটকে ছোটবেলায় নিয়ে যেতেন ক্রিকেট অ্যাকাডেমিতে
বিরাটের দাদা বিকাশ ক্রিকেটার নন, ব্যবসায়ী
One8 নামের রেস্তোরাঁ চালান বিকাশ, কলকাতাতেও রয়েছে শাখা
বিরাটের জার্সি নম্বর ১৮, সেই সূত্রেই বিকাশ রেস্তোরাঁর নাম রেখেছেন One8
শুধু রেস্তোরাঁর ব্যবসা থেকে ২০২৩ সালেই ১১২ কোটি টাকা রোজগার করেছিলেন বিকাশ ও বিরাট
বিরাটের এনডোর্সমেন্ট ও ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনাও করেন বিকাশ
বিকাশের স্ত্রীর নাম চেতনা, একমাত্র পুত্রসন্তানের নাম আরভ
বিরাটের মা থাকেন বড় ছেলে বিকাশের সঙ্গেই, গুরগাঁওয়ের বাড়িতে
সোশ্যাল মিডিয়াতেও প্রবল জনপ্রিয় বিকাশ, শুধু ইনস্টাগ্রামেই রয়েছে ২ লক্ষের কাছাকাছি ফলোয়ার