রিঙ্কুর বাগদত্তা প্রিয়া সরোজের রয়েছে রাজনৈতিক পরিচয়

Published by: ABP Ananda

ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য রিঙ্কু সিংহের জীবনে শুরু হল নতুন ইনিংস

রিঙ্কু সিংহ এবং প্রিয়া সরোজের বাগদানের খবরে স্বরগরম সোশ্যাল মিডিয়া

অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে রিঙ্কু সিংহ বর্তমানে জাতীয় দল এবং আইপিএলে খেলার সুবাদে কোটিপতি

রিঙ্কুর বাগদত্তা প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির মছলিসায়রের সাংসদ

দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি

তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন বর্তমানে তিনি বিধায়ক

নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল সেরেছেন প্রিয়া

নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া

শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নিলেও বছর ২৬-র প্রিয়া কিন্তু সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিসও করেছেন