টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচে হেরে বসেছে পাকিস্তান



প্রথমে আমেরিকার কাছে, তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে



টুর্নামেন্টে মোট ২০টি দল খেলছে



এক-একটি গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে, সব মিলিয়ে চারটি গ্রুপ



প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে



পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে, ভারত, আমেরিকা, কানাডা ও আয়ার্ল্যান্ডের সঙ্গে



এই গ্রুপে সব দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে



২টি ম্যাচই জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত, রোহিতদের ম্যাচ বাকি কানাডা ও আমেরিকার সঙ্গে



সুপার এইটে ওঠার দৌড়ে থাকতে কানাডা ও আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি দুই ম্য়াচ জিততেই হবে পাকিস্তানকে



সঙ্গে প্রার্থনা করতে হবে, কানাডা ও আমেরিকা যেন বাকি ২ ম্যাচই হেরে যায়, তাতে রান রেটে এগিয়ে থাকলে দরজা খুলবে পাকিস্তানের


Thanks for Reading. UP NEXT

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্য়াচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তাঁরা

View next story