রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-র মহারণ



সম্ভবত এখনও এই বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচে রবিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান



ম্যাচের কোহলির দিকে নজর থাকবেই, কিন্তু তাঁর অতীত রেকর্ড কি বলছে?



১২ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির প্রথম ম্যাচে এসেছিল ৭৮ রান



২০১৪ সালে তুলনামূলক মন্থর গতিতে ৩৬ রানের ইনিংস খেললেও, এবারেও অপরাজিত থাকেন তিনি



২০১৬ সালে কোহলি ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন



২০২১ সালে কোহলি ৫৭ রান করে আউট হন, ম্যাচ হারে ভারত



বছর দুই আগে মেলবোর্নে অবিস্মরণীয় অপরাজিত ৮২ রানের ইনিংস আসে 'কিং কোহলি'র ব্যাট থেকে



পরিসংখ্যান অনুযায়ী কোহলির অপরাজিত থাকা মানেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের জয়ের শতকরা ১০০



কোহলি কি নাসাউ স্টেডিয়ামেও ব্যাট হাতে জ্বলে উঠবেন? সেটাই দেখার



Thanks for Reading. UP NEXT

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় একাদশ থেকে বাদ পড়বেন এই তারকা?

View next story