একজন ক্রিকেট মাঠের কিংবদন্তি, অন্যজন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা, যাঁদের অনুরাগীরা একত্রে নাম দিয়েছেন বিরুষ্কা
ভারত ছেড়ে অন্য দেশে থাকার পরিকল্পনা সেরে ফেলেছেন কোহলি ও অনুষ্কা
পাকাপাকিভাবে লন্ডনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট ও অনুষ্কা?
বিরুষ্কার ভারত ছাড়ার পরিকল্পনার কারণ কী, জানালেন মাধুরী দীক্ষিতের স্বামী ডক্টর শ্রীরাম নেনে
নেনে জানিয়েছেন, নিরুপদ্রবে জীবন কাটাতে চান বিরাট ও অনুষ্কা
দুই সন্তান ভামিকা ও অকায়কে সাধারণভাবে মানুষ করতে চান বিরুষ্কা, জানিয়েছেন নেনে
ভামিকা ও অকায়ের প্রত্যেক পদক্ষেপ মাপুক মিডিয়া ও পাপারাৎজিরা, চান না বিরাট ও অনুষ্কা
দুই সন্তানের জন্য অভিনয় কেরিয়ারে কি দাঁড়ি টানলেন অনুষ্কা? তাঁকে দেখা যাচ্ছে না আর কোনও সিনেমায়
মাধুরীর স্বামী জানিয়েছেন, দু'জনের সারল্য দেখে তিনি ভীষণই মুগ্ধ হয়েছেন (ছবি - বিরাটের ফেসবুক থেকে নেওয়া)