প্রিয় অ্যাডিলেডে কোহলিই কি ভারতের হয়ে সর্বাধিক ওয়ান ডে রান করেছেন?

Published by: ABP Ananda

রানসংগ্রাহকের যে কোনও তালিকায় সচিন তেন্ডুলকর থাকবেন না, এও কী সম্ভব!

সচিন এই তালিকায় পাঁচে। তিনি অ্যাডিলেডে আট ম্যাচে মোট ১৬২ রান করেছেন।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনের এই মাঠে রেকর্ড কিন্তু বেশ ভাল।

তিনি পাঁচ ইনিংসে দুইটি অর্ধশতরানসহ মোট ১৯৪ রান করেছেন এই মাঠে।

ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরও এই তালিকায় রয়েছেন।

গম্ভীর অ্যাডিলেডে চার ইনিংসের মধ্যে দুইটিতে অর্ধশতরান হাঁকিয়েছেন, করেছেন ২৩২ রান।

অ্যাডিলেডের সঙ্গে বিরাট কোহলির ভালবালার কথা সকলেই জানেন।

'কিং কোহলি' এই মাঠে চার ইনিংসে দুইটি সেঞ্চুরিসহ মোট ২৪৪ রান করেছেন।

তবে কোহলি নন, ভারতের হয়ে অ্যাডিলেডে সর্বাধিক রানসংগ্রাহকের নাম মহেন্দ্র সিংহ ধোনি।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এই মাঠে ওয়ান ডেতে ভারতের হয়ে ছয় ম্যাচে চার ইনিংস খেলে মোট ২৬২ রান করেছেন। মাহি তিনটি অর্ধশতরানও হাঁকিয়েছেন এখানে।