ভারতীয় ক্রিকেটারের স্ত্রী এখন মন্ত্রীও, কত সম্পত্তির মালিক জাডেজা-ঘরনি?

Published by: ABP Ananda
Image Source: pexels

রিভাবা জাডেজা ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী

Image Source: pexels

রিভাবা শুধু একজন বিখ্যাত ক্রিকেটারের স্ত্রীই নন, তিনি একজন রাজনীতিবিদও

Image Source: pexels

রিভাবা গুজরাত থেকে বিধানসভা নির্বাচনে জিতে নিজের পরিচিতি তৈরি করেছেন

Image Source: pexels

রিভাবার বাবা হরদেব সিংহ সোলাঙ্কি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী

Image Source: pexels

নির্বাচনী হলফনামায় নিজের এবং স্বামীর মিলিত সম্পত্তির পরিমাণ প্রায় ৯৭ কোটি ৩৬ লক্ষ টাকার বলে উল্লেখ করেছেন রিভাবা

Image Source: pexels

হলফনামা অনুসারে, তাঁর অস্থাবর সম্পত্তি (movable assets) প্রায় ৬৪.৩০ কোটি টাকার

Image Source: pexels

সেই তালিকায় রাজকোট, জামনগর এবং আমদাবাদের বাড়ি ও ফার্মহাউসও অন্তর্ভুক্ত রয়েছে

Image Source: pexels

এই হলফনামায় তাঁর স্বামী রবীন্দ্র জাডেজার সম্পত্তির একটি অংশও হিসেবে ধরা হয়েছে

Image Source: pexels

রিভাবার গুজরাতের বিভিন্ন শহরে অনেক সম্পত্তি আছে, এখন তিনি মন্ত্রিসভার সদস্যও

Image Source: pexels