বুধবার, ৯ অক্টোবরের একেবারে শেষ লগ্নে এক খবরে শোকের ছায়া গোটা দেশে।
বুধবারই টাটা সংস্থার তরফে সংস্থার সাম্মানিক চেয়ারম্যান রতন টাটার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। ৮৬ বছর বয়সে পরলোক গমন করেন তিনি।
অতীতে সঞ্জয় মঞ্জরেকর থেকে বর্তমানের শার্দুল ঠাকুর, একাধিক ক্রিকেটারকে টাটার বিভিন্ন সংস্থায় চাকরি দিয়ে সাহায্য করেন রতন টাটা। তবে এই চাকরির জন্য কখনই তাঁদের কেরিয়ারে প্রভাব পড়েনি।
১৯৯৬ সালে টাইটান কাপ দিয়ে টাটার ক্রিকেট টুর্নামেন্টে স্পনরশিপ শুরু হয়। তবে ২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জর্জরিত হওয়ার সেই সম্পর্ক খানিক নষ্ট হয়েছিল বটে।
২০২০ সালে সীমান্তে উত্তেজনার জেরে ভিভো নামক চিনের কোম্পানি আইপিএস স্পনসরশিপ থেকে সরে দাঁড়ালেও টাটা এগিয়ে আসে।
২০২৪ সালে ২৫০০ কোটি টাকার রেকর্ড গড়া স্পনসরশিপ চুক্তিও স্বাক্ষর করে আইপিএলের সঙ্গে।
শুধু পুরুষদের ক্রিকেট নয়, মহিলাদের ক্রিকেটের ক্ষেত্রেও রতন টাটার আগ্রহ ছিল।
২০২৭ সাল পর্যন্ত ডব্লুপিএলের স্পনসরও টাটা গ্রুপই।
তাই তাঁর মতো এক ব্যক্তিত্বের প্রয়াণে যে ক্রিকেটজগৎ হতাশ হবে, তা তো স্বাভাবিকই।