বিরাট কোহলির রেস্তোরাঁ রয়েছে খোদ কলকাতা শহরে!
সাড়ে চার হাজার স্কোয়্যার ফিটের রেস্তোরাঁ ওয়ান এইট কমিউন রয়েছে কলকাতায়
ভারতীয়, মোগলাই, কন্টিনেন্টাল, চাইনিজ - সব ধরনের খাবারই রয়েছে কিংগ কোহলির রেস্তোরাঁয়
ভিক্টোরিয়ান আমলের আসবাব, কারুকার্যে সাজানো হয়েছে ইন্টিরিয়র
কোহলির একটি এলইডি অটোগ্রাফ রেস্তোরাঁর অন্যতম প্রধান আকর্ষণ
কোহলি যে সমস্ত ডিশ খেতে ভালবাসেন, সব কিছুই তাঁর নিজের রেস্তোরাঁয় রেখেছেন ভক্তদের আস্বাদনের জন্য
বিখ্যাত শেফ পবন বিস্ত নিজে রেস্তোরাঁর সমস্ত পদ সাজিয়েছেন
মাশরুম গুগলি ডিমসাম, ব্যাম্বু ক্যাজু নাট চিকেন, হার্ব ক্রাস্টেড ফিশ কোহলির রেস্তোরাঁর স্পেশ্যাল পদ
বেগুন কাসুন্দি, টম্যাট ইলিশের মতো জিভে জল আনা পদও রয়েছে কোহলির রেস্তোরাঁয়
বিশ্বকাপ বা বড় কোনও টুর্নামেন্টে ভারতের ম্যাচ সরাসরি বড় পর্দায় দেখানোর ব্যবস্থাও করা হয় (ছবি - One8 Commune)