রূপে হলিউড অভিনেত্রীরও টেক্কা দেন ট্র্যাভিস হেডের স্ত্রী

Published by: ABP Ananda

৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল হোক বা অ্যাডিলেডের টেস্ট, বারংবারই ভারত হেড-কাঁটায় বিদ্ধ হয়েছে।

অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টেও ট্র্যাভিস হেড বিধ্বংসী ১৪০ রানের ইনিংসে ভারতকে চাপে ফেলে দিয়েছেন।

ফর্ম্যাট, পরিবেশ, বলের রঙ বদলালেও, সবক্ষেত্রেই নিজের দাপট দেখিয়েছেন হেড। তবে তারকা অজ়ি ক্রিকেটারের থেকেও কিন্তু তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ অনেক বেশি।

হেডের স্ত্রী জেসিকার বয়স মাত্র ২৫, তবে পেশায় ব্যবসায়ী জেসিকা ডেভিস আয়ের পরিমাণে স্বামীর থেকে অনেকটাই এগিয়ে।

একই স্কুলে পড়ার এবং ১৫ বছর ডেটিংয়ের পর ট্র্যাভিস ও জেসিকা ২০২১ সালে বাগদান সারেন।

দুই বছর পর তাঁদের বিয়েও হয়। দুইজনের ফুটফুটে দুই সন্তানও রয়েছে।

জেসিকার মোট সম্পত্তির পরিমাণ রিপোর্ট অনুযায়ী পাঁচ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৪৩ কোটির আশেপাশে।

সৌন্দর্যের নিরিখে হলিউড অভিনেত্রীদেরও টেক্কা দিতে সক্ষম জেসিকার একাধিক হোটেল তো আছেই, পাশাপাশি তিনি মডেলিংও করেন।

জেসিকার তুলনায় হেডের ৩.৫ মিলিয়ন ইউএস ডলার (ভারতীয় মুদ্রায় ৩০ কোটি) সম্পত্তি বেশ খানিকটা কমই।