শিড়দাঁড়া নেই তবে মাথাই যথেষ্ট নজর কাড়ছে সকলের এই মাছটির ৩টি হার্ট রক্তের রঙ কিন্তু লাল নয় নীলচে সবুজ রঙের রক্ত আজব বৈশিষ্ট্য এই মাছটির এটি সেপালোপডস প্রজাতির এরা কিন্তু অসম্ভব ভাল ডাইভার স্মৃতিশক্তি এতটাই প্রখর শেষ বয়স অবধি মনে রাখতে পারে মানুষের ক্ষেত্রে মস্তিষ্ক দুর্বল হতে শুরু করে এই মাছের ক্ষেত্রে তা হয় না 'এপিসোডের মতো স্মৃতি' এদের ব্যবহার কিন্তু ভারী অদ্ভূত