মায়োটনিক ডিসট্রফি মাংসপেশির একটি জিনগত রোগ। ওই রোগে আক্রান্তদের নিয়েই গবেষণা ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের। গবেষকদের দাবি সাইকেল চালানোর অভ্যাসে আক্রান্ত ব্যক্তিদের সচলতা বাড়বে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে Journal of clinical Investigation-এ। ১২ সপ্তাহ ধরে সপ্তাহে তিন দিন ৩৫ মিনিট করে সাইক্লিং। তাতেই আক্রান্তদের ফিটনেস ৩২ শতাংশ বাড়ে। দাবি গবেষকদের। ১২ সপ্তাহ পরে পেশির আয়তনেও বৃদ্ধি হওয়ার দাবি। মায়োটনিক ডিসট্রফি থাকলে আগে শরীরচর্চায় বারণ ছিল। তা ভুল বলে দাবি গবেষকদের। সাইক্লিং বহু পরিচিত শরীরচর্চা। নানা দেশে নানা বয়সের বাসিন্দা এতে অভ্যস্ত। শরীর সুস্থ রাখতে সাঁতার, ব্য়ায়ামের মতোই সাইক্লিংয়ের উপরও ভরসা করেন অনেকে। এবার সাইক্লিং এর উপকারের তালিকায় জুড়ল আরও একটি বিষয়।