অল ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট মডেল নিয়ে এল Tata Motors। এটি কোম্পানির প্রথম গাড়ি, যাতে কোনও ডিজেল বা পেট্রল ভ্যারিয়েন্ট থাকছে না।

Tata Motors-এর কনসেপ্ট Curvv EV-র কেবিনে রয়েছে টুইন অল-ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন, ফ্যাব্রিক-ফিনিশড ড্যাশবোর্ড, প্যানোরামিক সানরুফ পাবেন।

আগামী দিনে টাটা মোটরসের জেনারেশন 2 পোর্টফোলিওর সব মডেল একাধিক নতুন আপডেট সহ আসবে।

বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও কুপের মতো ছাদ এই কনসেপ্ট বৈদ্যুতিক গাড়িকে একটি শক্তিশালী পারফরম্যান্স বেসড গাড়িতে পরিণত করতে পারে।

এর প্রোডাকশন মডেল 2024 সালে চালু হওয়ার কথা রয়েছে। যদিও গাড়ি বাজারে লঞ্চ করার বিষয়ে এখনও নিশ্চিত করেনি টাটা মোটরস।

Tata Curvv EV সম্ভবত Tata Motors-এর মডুলার ALFA প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে।

Tata Motors বলছে যে, Curvv কনসেপ্টে গাড়ি থেকে লোড চার্জ করার ক্ষমতা থাকবে। এই গাড়ি অন্যান্য যান বা ছোট বৈদ্যুতিক ডিভাইসগুলিকে চার্জ করতে পারবে।

টাটার এই গাড়িতেও থাকতে পারে ADAS প্রযুক্তি। যা রাস্তায় দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে আপনাকে।