বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'হামুন'। এগোচ্ছে বাংলাদেশের দিকে। বাংলায় প্রভাব কম পড়লেও আজ ও কাল উপকূলের জেলায় চলবে বৃষ্টি। দিক পরিবর্তন করে বাংলাদেশের অভিমুখে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে আজ ও কাল ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দীঘা, মন্দারমনি, বকখালি সহ পর্যটন কেন্দ্রে। ঝোড়ো হাওয়া থাকায় পর্যটকদের জন্য বিনোদন কার্যকলাপ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহষ্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।