'মহারাজ'-এর মঞ্চে এবার আরব সাগরের পাড়ের সুন্দরী 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাচের ছন্দে পা মিলিয়ে, রসোগোল্লায় মজে জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে বিশেষ এই পর্বের প্রাণকেন্দ্র হয়ে উঠলেন তিনিই। ‘মম’ ছবির প্রচারে একবার একটি বিশেষ পর্বে ‘দাদাগিরি’র মঞ্চে এসেছিলেন বনি কপূর-শ্রীদেবী। সেই বৃত্ত যেন সম্পূর্ণ করলেন তাঁদের বড় মেয়ে জাহ্নবী সবুজ সাদার শিফন শাড়িতে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হয়েছিলেন জাহ্নবী খোলা চুল, মুখে ঝলমলে হাসি জাহ্নবীই যেন অনুষ্ঠানের প্রাণকেন্দ্র লখনউতে আগামী ছবির শ্যুটে ব্যস্ত শ্রীদেবী-কন্যা সেখান থেকে এক দিনের ছুটি নিয়ে কলকাতায় উড়ে এসেছিলেন নায়িকা