এই গল্প এক পুতুলের সংসার নিয়ে। নামটাও মানানসই, খেলনাবাড়ি পুতুল বানিয়ে সংসার চালানো দুটি মেয়ের গল্প, তাদের একজন যুবতী হলেও অপরজন নেহাত একরত্তি জি বাংলায় ১৬ তারিখ থেকে সন্ধে সাড়ে ৬টায় টেলিকাস্ট হবে নতুন ধারাবাহিক 'খেলনাবাড়ি' ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ-কে ১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায় গল্পের নায়িকা মিতুল সে সিদ্ধান্ত নেয়, বাবার কাজকেই এগিয়ে নিয়ে যাবে সে। পুতুল বানিয়ে সংসার চালানোর সিদ্ধান্ত নেয় মিতুল কেবল মিতুল একা নয়, তাঁর সঙ্গে একরত্তি খুদে মেয়ে। নাম গুগলি। গুগলিও মিতুলের জীবন জুড়ে রয়েছে অনেকটাই এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা মাইতিকে