'দাদাগিরি' দেখাতে এবার জনপ্রিয় রিয়্যালিটি শো-এ হাজির 'বাদামকাকু'! ১৯ ফেব্রুয়ারি 'দাদাগিরি'-র মঞ্চে আসছেন ভুবন বাদ্যকার 'দাদাগিরি'-র মঞ্চে এসে উচ্ছ্বসিত ভুবন, হাসি মুখে তুললেন ছবিও। দাদাগিরির মঞ্চে নিজস্ব মহিমায় ভুবন। হাতে রইল বাদামের ঝুড়িও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেটে ট্রফিও জিতে নিয়েছেন তিনি। ‘দাদা’র হাত থেকে যখন ট্রফি নিয়েছেন, তখন হাততালিতে ফেটে পড়েছে প্রতিযোগিতার মঞ্চ। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে ভুবনের জীবন সম্পর্কে জেনে নেন সৌরভ। ভুবন সাদামাটা মানুষ, তাঁর কথায় বার্তায় শহুরে চাকচিক্য নেই। সেভাবেই তাঁকে তুলে ধরা হয়েছিল 'দাদাগিরি'-র মঞ্চে। তাঁর সঙ্গে অনায়াস গল্প করেছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভুবনকে আলাদা করে কিছুই সেখানো হয়নি।