সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা ও তারকা প্রচারকও। অখিলেশ যাদব তাঁর নির্বাচনী হলফনামায় স্ত্রী ডিম্পলের সম্পত্তির হিসেবেও দিয়েছেন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গেই রাজনীতিতে সক্রিয় তাঁর স্ত্রী ডিম্পল যাদবও। ডিম্পল মোট চারবার লোকসভা নির্বাচনে লড়াই করেছেন।
ডিম্পল লোকসভা নির্বাচনে দুবার জিতেছেন । বাকি দুইবার হারের মুখে পড়তে হয়েছে ডিম্পলকে।
অখিলেশ যাদব তাঁর নির্বাচনী হলফনামায় স্ত্রী ডিম্পলের সম্পত্তির হিসেবেও দিয়েছেন
অখিলেশ জানিয়েছেন, তাঁর স্ত্রী তথা প্রাক্তন সমাজবাদী পার্টি সাংসদ ডিম্পলের কাছে মোট ১৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
অখিলেশ হলফনামায় ডিম্পলের স্থাবর- অস্থাবর সম্পত্তি ছাড়াও কোন কোন মহার্ঘ জিনিস রয়েছে, তাও জানিয়েছেন।
হলফনামা অনুসারে, ডিম্পলের কাছে ১.২৫ লক্ষ টাকার কম্পিউটার রয়েছে
রয়েছে ২,৭৭৪ গ্রামের বেশি সোনার গয়না ও ২৩০ গ্রাম মোতি
হলফনামা অনুসারে ডিম্পলের হিরের গয়নাও রয়েছে
ডিম্পল যাদবের মহার্ঘ সামগ্রীর মোট দাম প্রায় ৬০ লক্ষ টাকা। তবে ডিম্পলের কোনও গাড়ি নেই।