মায়ানগরীতে তারকা-সন্নিবিষ্ট প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম বেকহ্যামের আপ্যায়নে বিশেষ আয়োজন করেন সোনম কপূর সেই উপলক্ষে কার্যতই তারকাদের মেলা বসল করিশ্মা কপূর আলিঙ্গনে বেঁধে ফেললেন বেকহ্যামকে ছোট-বড় সব তারকাই ছবি তুলতে হয়ে উঠলেন মরিয়া তারকাদের সঙ্গে আলাপচারিতার পর, আম্বানিদের 'অ্যান্টিলিয়া'তেও ঢুঁ বেকহ্যামের পার্টিতে না গেলেও বিজ্ঞাপনী কাজে বেকহ্যামের পাশে সারা আলি খান অনিল কপূরের ছেলে হর্ষবর্ধনও ছবির লোভ সামলাতে পারেননি মায়ানগরীতে এসে সারাক্ষণ তাই ব্যস্তই রইলেন বেকহ্যাম তবে ওয়াংখেড়েতে ক্রিকেট থেকে বলিউড পার্টি, কিছুই বাদ গেল না সব মিলিয়ে জমজমাট বেকহ্যামের মুম্বই-সফর