রবীন্দ্র সরোবরে গত কয়েকদিন ধরেই মরা মাছ ভাসতে দেখা যাচ্ছে।
প্রাতর্ভ্রমণকারী ও নিরাপত্তা রক্ষীদের প্রথম চোখে পড়ে বিষয়টি।
আচমকা মাছের মড়ক লাগল কেন? কেউ বা কারা কি লেকের জলে বিষাক্ত কিছু ফেলেছে?
এলাকায় দূষণের মাত্রা বেড়ে যাওয়া এবং অপরিচ্ছন্নতার কারণেই এমন ঘটনা
কেএমডিএ-র আধিকারিকদের পরিদর্শন করতে বলা হয়েছে।
রবীন্দ্র সরোবর লেকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেএমডিএ-র।
রবীন্দ্র সরোবর চত্বরে সব নালা ও গালি পিট পরিষ্কার করা হবে। ২টি অ্যারেটর বসানো হবে।
মত্স্য দফতর ও কেএমডিএ-র নজরদারিতে জল পরিষ্কার করা ও রাসায়নিক ব্যবহারের কাজ শুরু হয়েছে।
ছট পুজোর সময়ও জল দূষণের ঘটনা ঘটে। তা নিয়ে আইন আদালত, প্রতিবাদ-- বিতর্কও কম হয়নি।
এবার আবার মরা মাছ ভেসে ওঠায় সেই দূষণেরই অভিযোগ উঠল।