করবা চৌথের ব্রত ও পুজো সুস্মিতা সেনের ভ্রাতৃবধূ তথা অভিনেত্রী চারু আসোপার


স্বামী রাজীব সেনের সঙ্গে পুজোর ছবি শেয়ার চারুর

চারু অন্তঃসত্ত্বা, কিছুদিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি

স্বামী রাজীবের সঙ্গে চারুর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল

ভারী পোশাক ও ভারী গহনায় সেজে ছবি তুলেছেন চারু

বিয়ের পর চারুর এটি দ্বিতীয় করবা চৌথ ব্রত

পুজো ও এ সংক্রান্ত সামগ্রীর ছবিও শেয়ার করেছেন চারু

কিছুদিন আগেই ম্যাটারনিটি ফটোশ্যুট করেছিলেন তিনি

উল্লেখ্য, ২০১৯-র ৪ মে রাজীব সেনের সঙ্গে চারুর বিয়ে হয়েছিল।

সন্তানসম্ভবা চারুর চেহারায় মাতৃত্বের ঔজ্জ্বল্য স্পষ্ট