ধনেপাতা প্রায় সকলেই খান

স্বাস্থ্য গুণে ভরপুর এর উপকারিতা অনেক

এর গুণের কিন্তু শেষ নেই

একগুচ্ছ ঔষধি গুণ রয়েছে

নানা রোগের উপশমে কাজে আসে

এর মধ্যে রয়েছে নানা উপাদান যা রক্ত শোধন করে

দেহকোষ থেকে ক্ষতিকর উপাদান দূর করে শরীরকে সুস্থ ও সতেজ রাখতেও সাহায্য করে

ধনেপাতায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম

লোহা ও ম্যাগনেশিয়ামের মতো বেশ কয়েকটি উপকারী খনিজ।

চুলকানি ও চামড়ার জ্বলনে অব্যর্থ ওষুধ

অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিফাংগাল ক্ষমতা আছে

কোলেস্টরলের মাত্রা কমে যায়

যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী একটি খাবার

ধনেপাতা উপকারী তবে, অতিরিক্ত খাওয়া ঠিক নয়

লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে