দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষার মধ্যেই করবা চৌথ পালন করছেন বঙ্গকন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় হাতের সুন্দর মেহেন্দির ছবি শেয়ার করে নিয়েছেন অন্তঃসত্ত্বা দেবিনা কয়েকমাস আগেই দেবিনা ও গুরমিতের জীবনে এসেছে ছোট্ট মেয়ে লিয়ানা। কয়েক মাসের মধ্যে ফের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুনতে হয়েছিল দেবিনাকে। সেইসব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেবিনা, সঙ্গে জানিয়েছিলেন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন তিনি। আপাতত দ্বিতীয় সন্তানের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন গুরমিত ও দেবিনা সোশ্যাল মিডিয়ায় দেবিনার মেহেন্দি পরা খুশির ছবি দেখে আনন্দিত অনুরাগীরাও। অন্যদিকে বিয়ের পরে এই প্রথম করবা চৌথ অভিনেত্রী মৌনী রায়ের। হাতের মেহেন্দিতে হর পার্বতীর ছবি আঁকিয়েছেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় মেহেন্দির ছবি শেয়ার করে মৌনী লিখেছেন, 'প্রথম সবকিছু একটু বিশেষ'