কালো গাউনে মুম্বইয়ের একটি ফিল্ম শো অনুষ্ঠানে ঝলমল করে উঠলেন বিদ্যা বালন। ফুল হাতা, পা পর্যন্ত ঢাকা গাউন পরেছিলেন তিনি, প্রয়োজনই ছিল না কোনও গয়নার। অন্যদিকে দীপিকা পাড়ুকোন বেছেছিলেন সাদা ঢোলা প্যান্ট ও ফুল হাতা টপ। দুধ সাদা পোশাকের সঙ্গে দীপিকা বেছেছিলেন সাদা জুতো, কাঁধে বাদামী ব্যাগ। চুলে মেসি বান বানিয়ে নিয়েছিলেন দীপিকা। সবসময়ের মতো তাঁর মেক আপ ছিল হালকাই। কানে ছোট্ট দুল আর নজরকাড়া হাসিতেই দীপিকার বাজিমাত। স্বামী সিদ্ধার্থ রায় কপূরের সঙ্গে এই অনুষ্ঠানে এসেছিলেন বিদ্যা বালন। চুলে পরিপাটি বান বেঁধেছিলেন বিদ্যা, হালকা মেকআপের সঙ্গে ঠোঁটে গাঢ় লিপস্টিক ছিল তাঁর। ছাই ও শ্যাওলা রঙের কোট প্যান্ট টপে সেজেছিলেন কৃতি কুলহারি। গলায় নীল হাত ও পায়ে সাদা স্নিকার্স পরেছিলেন কৃতি।