বেশ কিছু ছবিতে অভিনয় করেন দেবিনা, শুধু হিন্দিই নয়, তামিল, তেলুগু, কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন ছোট পর্দায় আত্মপ্রকাশ হয় তামিল সিরিয়াল 'মায়াবী' দিয়ে, এই ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হন দেবিনা 'রামায়ণ' ধারাবাহিকে সীতার চরিত্রে দেখা যায়, তাঁর বিপরীতে রামের চরিত্রে ছিলেন গুরমিত চৌধুরি শেষবার বড় পর্দায় দেবিনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে 'খামোশিয়া' ছবিতে অতিথি শিল্পী হিসেবে ২০১১ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবিনা বন্দ্যোপাধ্যায় সদ্যই মা হয়েছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়, কন্যা সন্তানের নাম রেখেছেন লিয়ানা চৌধুরি