জানেন, ব্যাডমিন্টনের পাশাপাশি চুটিয়ে বেস বলও খেলতে পারেন দীপিকা?
‘সাওয়ারিয়া’ ছবিতে রণবীরের বিপরীতে দীপিকারই কাজ করার কথা ছিল কিন্তু কেরিয়ার শুরু ‘ওম শান্তি ওম’ দিয়ে
১৯৮৬-তে ডেনমার্কের কোপেনহাগেনে জন্ম দীপিকার, পরে তাঁরা বেঙ্গালুরুতে আসেন
দীপিকার প্রথম বয়ফ্রেন্ড নিহার পাণ্ড্য। তারপর একের পর এক সম্পর্কে ঝাঁপিয়েছেন তিনি।
সিদ্ধার্থ মাল্য থেকে যুবরাজ সিংহ অনেকের সঙ্গেই সম্পর্কের গুঞ্জন ওঠে দিপীকার
কাজ করেছিলেন হিমেশ রেশমিয়ার ‘নাম হ্যায় তেরা’ গানটির মিউজিক ভিডিওয়
দীপিকা কিংবদন্তি অভিনেতা গুরু দত্তের আত্মীয়। গুরু দত্তের আসল নাম বসন্ত পাড়ুকোন
দশম শ্রেণিতে উঠেই ব্যাডমিন্ট খেলোয়াড় নায়িকা বেছে নেন রুপোলি পর্দার স্বপ্নকে
রণবীর কপূরের সঙ্গে ব্রেক আপের পর চরম ডিপ্রেশনে ছিলেন দীপিকা। নিজেই জানান সে-কথা।
জানান, ব্রেক আপের পর বেশ কিছুদিন তিনি অন্ধকার গুহায় বন্দি থাকার মতো অবস্থায় ছিলেন।
২০১৭ সালে তিনি রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে হয় তাঁদের।