এমনিতেই দুর্ভোগের শেষ নেই, তার মধ্যেই ফের ভারী বৃষ্টি অসমে তাতে নতুন করে হড়পা বানের প্রকোপ, জল থই থই শহর গুয়াহাটিও জল ঢুকে গিয়েছে সরকারি দফতর, স্কুল-কলেজের ক্যাম্পাসে, নর্দমা উপচে হাঁটু পর্যন্ত জল শহরের পাকা রাস্তায় গীতানগর, হাতিগাঁও, চাঁদমারি, জু রোড, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন জায়গায় জায়গায় ধস নেমেছে, ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, কেউ আবার রেললাইনেই রয়েছেন বন্যায় অসমে ২৭ জনের মৃত্যু, কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি ৫ লক্ষ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, শিশুর সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ২০৮ জল থই থই লকআপ, তার পাশে বসেই কাজ পুলিশের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ