কর্ণ জোহরের জন্মদিনে জেনে নেওয়ার যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য 'বম্বে ভেলভেট' ছবিতে কর্ণের অভিনয় প্রশংসিত হয়, জানা যায়, এই ছবিতে অভিনয়ের জন্য মাত্র ১১ টাকা পারিশ্রমিক নেন কর্ণ জোহরের বাবা চাইতেন যেন তিনি অভিনেতা হন, ধর্মা প্রোডাকশনসের ব্যানারে কর্ণকে লঞ্চ করার পরিকল্পনাও ছিল তাঁর ১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে পা রাখেন কর্ণ জোহর বলিউডে সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন কর্ণ জোহর আদিত্য চোপড়ার 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে আদিত্যর সহকারী হিসেবে কাজ করেন কর্ণ কর্ণ জোহরের বরাবরের স্বপ্ন তিনি অন্তত একবার অস্কারের মঞ্চে রেড কার্পেটে হাঁটবেন জানা যায়, 'দিল তো পাগল হ্যায়', 'বীর জারা' ছবিতে শাহরুখ খানের পোশাক ডিজাইন করেছিলেন কর্ণ শুধু তাই নয়, 'মহব্বতে' ছবিতে অমিতাভ বচ্চনেরও পোশাক ডিজাইন করেন কর্ণ 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির গোটা স্ক্রিপ্টটাই কর্ণ জোহর লিখেছিলেন মাত্র ৩০ দিনে